মোট ৮ বিঘায় ৫০০০ টি ড্রাগন ফলের চারা রোপণ করা হয়েছে! বাগানের বয়স ৩ বছর অতিক্রম করেছে, এটা আমাদের নিজস্ব জমিতে করা হয়েছে, পরবর্তীতে বিনিয়োগ নেওয়া হবে।
প্রজেক্ট হ্যাভেনলি – ১
প্রজেক্ট – ১ এর কাজ শেষ , এই প্রজেক্ট নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের তেপুকুরিয়ার পাশে অবস্থিত ।
৩৪ বিঘা
৮ বিঘায় ড্রাগন ফল, ৫ বিঘায় দার্জিলিং কমলা, ৫ বিঘায় চাইনিজ কমলা, ৪ বিঘায় কাটিমন আম, ১ বিঘায় ব্যানানা আম, ১ বিঘায় গৌরমতি আম, ১০ বিঘায় থাই পেয়ারা রোপন করা হয়েছে।
৭ জন বিনিয়োগ করেছেন
আমাদের উপর ৭ জন ভরসা করেছেন । আমরাও, তাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ পরিশ্রম করে তাদেরকে বিনিয়োগের হালাল উপার্জন ফিরিয়ে দিতে ।
ছবিতে আমাদের সাজানো একটি জৌথ ফলের বাগান
আমরা বাগান নিয়ে শুরু করেছি, সব মিলিয়ে এখন ৩৮ বিঘায় ।
জমি আস্তে আস্তে বাড়বে আশা করছি । আলহামদুলিল্লাহ, আমরা সব ফল হারভেস্ট করছি।
৪.৫ বিঘায় আমরা জৌথভাবে হাঁড়িভাঙ্গা আম, বারি ফোর আম, ব্যানানা আম, কফি, থাই পেয়ারা রোপন করেছি, ইতিমধ্যে আম এবং থাই পেয়ারা হারভেস্ট শুরু করেছি।
আম এবং পেয়ারা গাছের ফাঁকা জায়গা গুলো দিয়ে আমরা সিজনাল সবজি চাষ করছি