আমরা গ্রামে প্রচলিত গরু বর্গাকে অনলাইন এ নিয়ে আসছি –
আপনি চাইলেই অনলাইন এ আমাদের গরু বর্গা দিতে পারেন এবং এর
লাভগ্রহন করতে পারেন ।
মেয়াদঃ ৬ মাস
শেয়ার এর পরিমান: ৫৫০০০
বিনিয়োগকারির লাভঃ ৭২০০
মেয়াদঃ ৬ মাস
শেয়ার এর পরিমান: ৫৫০০০
বিনিয়োগকারির লাভঃ ৬৬৭০
মেয়াদঃ ২মাস
শেয়ার এর পরিমান: ৫০০০০
বিনিয়োগকারির লাভঃ ৩৬৪০
টি গরু
বিনিয়োগ
গরুর শেড
প্রতিটি বিনিয়োগকারির নিজের প্রোফাইল
প্রতিটি বিনিয়োগকারির নিজের প্রোফাইল
প্রতিটি বিনিয়োগকারির নিজের প্রোফাইল
আমরা নিজেরাই দেখাশোনা করি । দিনাজপুর এলাকা হবার কারনে ধানের খড় সহজলভ্য
এটা প্রজেক্ট এর শেয়ার ভিত্তিক বিনিয়োগ, সবার বিনিয়োগ এক সাথে করে গরু কেনা হয় । লাভের টাকাও এভাবেই একসাথে করে গড় করে শেয়ার করা হয় ।
অনলাইন এ গরু যেকোন সময় দেখার সুবিধা – কাজ চলছে
নিচের লিঙ্ক থেকে ফ্রেশি ফার্ম ওয়েবসাইটে গিয়ে আপনার ইনফরমেশন দিয়ে আইডি খুলবেন।
আইডি খোলার পর রিকোয়েস্ট ফর পারচেজে গিয়ে পঞ্চাশ হাজার টাকা শেয়ারের যতগুলা শেয়ার দরকার ততটা পূরণ করবেন।
তারপর অর্ডার কনফার্ম করবেন। অর্ডার কনফার্ম করার পর আপনার ইমেইলে এবং কার্টে ডকুমেন্ট সাবমিট আসবে।
এরপর মাই বুকিং থেকে আপনার অর্ডার করা প্যাকেজটি সামনে আসবে। সাবমিট পেমেন্ট প্রুভে ক্লিক করে ডকুমেন্টের ইনফরমেশন গুলো প্রদান করবেন।
নোটসে আপনার ব্যাংকের শাখার নাম আপনার নিজের নাম লিখে দিবেন।
কনফার্ম পেমেন্টে চাপ দিয়ে সাবমিট পেমেন্ট প্রুভ কনফার্ম করবেন।
আপনার পেমেন্ট প্রুভ ভেরিফাই করে পরবর্তীতে এটাকে এপ্রুভ করা হবে।
আপনার ভেরিফাইড অর্ডার দেখতে মাই প্যাকেজে গিয়ে এপ্রুভড প্যাকেজ অপশনটি ক্লিক করুন।
আমরা ব্যাচভিত্তিকভাবে প্রজেক্ট চালাচ্ছি । একটা ব্যাচের সব গুলো গরু কেনার পরে বিক্রি করার পরে খ্রচের হিসেব ধরে এরপরে লাভের হিসেব করা হয় । এই লাভের গড় করে সংস্লিস্ট ব্যাচের শেয়ারহোল্ডারদের মাঝে সমানভাবে বন্টন করা হয় ।
% এর গ্যারান্টি দিলে সেটা সুদ হয়ে যায় – আমরা সুদ দিতে এবং নিতে চাই না ।
আপনার ব্যাংক একাউন্ট এ, লাভসহ বিনিয়োগ কৃত টাকা ফেরত দেয়া হবে ।
আমরা কখনই চাইনা আমাদের বিনিয়োগকারির টাকা ঝুকিতে পড়ুক ।
এরপরেও, যেহেতু জীবন্ত প্রানি এবং জীবনের গ্যারান্টি আল্লাহতাআলা ছাড়া দেয়া সম্ভব না – সেক্ষেত্রে গরু মারা যেতেও পারে ।
আমরা ব্যাচ ভিত্তিক ভাবে করছি, যেখানে সবার ইউনিট হিসেবে শেয়ার । গরু মারা গেলে সেটা পুরো ব্যাচের মাঝেই হিসেব হবে ।
এটা আসলে প্যাকেজের অন্তর্ভুক্ত।
৪০০০০ এর প্যাকেজ এ গরু কেনা হবে ২৫০০০-৩০০০০ এর । বাকীটা খাবার এবং অন্যান্য খরচ হিসেবে হাতে রেখে দেয়া হবে ।